চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রেফারিকে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলার

অবৈধ ট্যাকল ও অন্যায় আচরণের খেলোয়াড়দের লাল কার্ড দেখান রেফারি। মাঝে মাঝে অতি উত্তেজিত সাইডলাইন খেলোয়াড় বা কোচকেও লাল দেখানোর ঘটনা ঘটে। কিন্তু মাঠের কোনো খেলোয়াড় যে রেফারিকে লাল কার্ড দেখায় এমন ঘটনা আগে কখনো দেখা যায়নি। এবার এমন ঘটনা ঘটেছে তুরস্কের জাতীয় লিগে।

তুর্কি লিগে একে-অপরের মুখোমুখি হয়েছিল গ্যালাতসারে ও ট্রাজোনপর। ম্যাচের শুরুতেই ট্রাজোনপারের দুজন খেলোয়াড়কে লাল কার্ড দেখান রেফারি। এরপর ট্রাজোনপারের আরো একজন খেলোয়াড় লাল কার্ড দেখেন।

খেলার ৮৭ মিনিটে ট্রাজোনপার মিডফিল্ডার সালিহ দুরসানকে লাল কার্ড দেখান রেফারি। খেপে গিয়ে রেফারিকে ধাক্কা মারেন ট্রাজোন ডিফেন্ডার লুইস কাভান্ডা।

কাভান্ডার ধাক্কায় রেফারির হাত থেকে লাল কার্ড মাটিতে পড়ে যায়। এরপরই দুরসান তুলে নিয়ে রেফারি দেখান। এরপর রেফারিকে অবশ্য মাঠ ছাড়তে হয়নি। সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখিয়ে দুরসানকে মাঠের বাইরে বের করে দেন রেফারি।

চার লাল কার্ডে ৭ জনের দলে পরিণত হওয়া ট্রাজোনপার ম্যাচ হারে ২-১ ব্যবধানে।