চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রেকর্ড মূল্যে ভিঞ্চির চিত্রকর্ম বিক্রির আশা

নিলামে উঠছে লিওনার্দো দা ভিঞ্চির আঁকা ‘সালভেদর মুনদি’  অমূল্য চিত্রকর্মটি। ধারণা করা হচ্ছে , চিত্রশিল্পের ইতিহাসে সবচেয়ে বেশি দামেই বিক্রি হবে এ ছবিটি। এর আনুমানিক মূল্য ধরা হয়েছে দেড় কোটি ডলার।

ভিঞ্চির অন্যতম সেরা কাজ হিসেবে বিবেচনা করা হয় সালভেদর মুনদি (সেভিওর অব দ্য ওয়ার্ল্ড) নামের ৫০০ বছরের পুরনো এই চিত্রকর্মকে। বাংলায় যার অর্থ ‘বিশ্বের ত্রাতা’। ১৫০৬ থেকে ১৫১৩ সালের মধ্যে ফ্রান্সে বসে ছবিটি এঁকেছিলেন ভিঞ্চি। ছবিতে দেখা যায় বৈপ্লবিক এক যিশুকে। তার গায়ে রেনেসাঁর পোশাক। একটি হাতের আঙ্গুল উঁচু করে ধরা, আর আরেক হাতে ভূ-গোলক।

মোনালিসার মতো ভিঞ্চির এ ছবিটিকেও অনেকভাবে ব্যাখ্যার সুযোগ আছে। তবে মাঝে ছবিটি হারিয়ে গিয়েছিল বেশ কিছু দিনের জন্য। ১৯৫৮ সালে মাত্র ৪৫ পাউন্ডে বিক্রি হয়েছিল ছবিটি। চার বছর আগে একজন রুশ সংগ্রাহক ১২৭.৫ মিলিয়ন ডলারের বিনিময়ে কিনেছিলেন ছবিটি।

বিশ্ব ইতিহাসের অন্যতম সেরা চিত্রশিল্পী ধরা হয় ভিঞ্চিকে। বিজ্ঞান ও দর্শনেও অমূল্য অবদান রেখেছেন ইতালীয় রেনেসাঁ যুগের এ শিল্পী। তার সৃষ্টিকর্ম এখনো স্বমহিমায় উজ্জ্বল অপার বিস্ময়ে। বিবিসি