চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রুশ হ্যাকিংয়ের শিকার ওবামার ইমেইল

হ্যাকারদের কবলে পড়েছিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তা-ও আবার রুশ হ্যাকারদের দখলে চলে গিয়েছিলো তার ইমেইল। হোয়াইট হাউজের কম্পিউটার সিস্টেমে অনুপ্রবেশ করে রাশিয়ার হ্যাকাররা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ‘মেইল’ ঘাটাঘাটি করেছিলো বলে খবর প্রকাশ করেছে প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমস।

গত বছর অক্টোবরে হোয়াইট হাউজের কম্পিউটার সিস্টেম হ্যাকিংয়ের শিকার হলে এ ঘটনা ঘটে। ওবামার ‘আনক্লাসিফাইড’ বা সাধারণ মেইলে হ্যাকাররা থাবা বসালেও একে ভয়াবহ বলে উল্লেখ করেছে নিউইয়র্ক টাইমস।

পত্রিকাটি জানিয়েছে, রুশ হ্যাকাররা হোয়াইট হাউজের গোপন দলিল, এমনকি প্রেসিডেন্টের স্পর্শকাতর ইমেইলগুলো পড়ার সুযোগ পেয়েছিলো। হ্যাকাররা ওবামার ব্ল্যাকবেরির নিয়মিত ম্যাসেজ ব্যবস্থায় ঢুকে পড়েছিলো বলে জানিয়েছে পত্রিকাটি।

এর মাধ্যমে তারা জেনে যায় মার্কিন প্রেসিডেন্টের বিভিন্ন কর্মসূচি, রাষ্ট্রদূতদের সাথে যোগাযোগ, নীতি নির্ধারণী আলোচনা, ভবিষ্যৎ নিয়োগ আর আইন প্রণয়নের নানা বিষয়।

হ্যাকিংয়ের কারণে গত অক্টোবরে হোয়াইট হাউসের ইমেইল ব্যবস্থা আংশিক বন্ধ হয়ে গিয়েছিল।