চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

রুটের দলে প্রথমবার ব্রেসি-রবিনসন

অলি রবিনসন ও জেমস ব্রেসির মতো নবীনদের নিয়ে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াড সাজিয়েছে ইংল্যান্ড। ১৫ সদস্যের দলে ইসিবি জায়গা দিয়েছে ক্রেইগ ওভারটনকেও।

ঘরোয়া পারফরম্যান্সে মূল্যায়িত হয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ব্রেসি ও পেসার অলি। ২৪ বছর বয়সী ডানহাতি ব্রেসি এ মৌসুমে ৫ ম্যাচে ৫৩.১১ গড়ে ৪৭৮ রান করেছেন, আছে একটি সেঞ্চুরি ও ৪টি ফিফটি।

আর ২৭ বছর বয়সী ডানহাতি অলি ২৯ উইকেট নিয়েছেন ১৪.৭২ গড়ে, গ্লামরগনের বিপক্ষে সেরা বোলিংয়ে ফিগার ৭৮ রানে ৯ উইকেট।

সমারসেটের পেস-অলরাউন্ডার ক্রেইগ ওভারটন ডাক পেয়েছেন বল হাতে ফর্মে থাকার কারণে। ২০১৯ অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪টি টেস্ট খেলেছেন তিনি। চলতি গ্রীষ্মে ১৩.৯৬ গড়ে ৩২ উইকেট ঝুলিতে পুরেছেন।

আগামী ২ ও ১০ জুন কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট লড়াইয়ে নামবে জো রুটের ইংল্যান্ড।

ইংল্যান্ড টেস্ট দল
জো রুট (অধিনায়ক), ররি বার্নস, ডম সিবলি, জ্যাক ক্রাউলি, জেমস ব্রেসি, ড্যান লরেন্স, অলি পোপ, বেন ফোকস, জ্যাক লিচ, অলি রবিনসন, ক্রেইগ ওভারটন, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন, অলি স্টোন ও মার্ক উড।