চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রিয়াল-লিভারপুলের তিন পয়েন্ট, আটকে গেছে অ্যাটলেটিকো

পিএসজি জিততে পারেনি, ম্যানচেস্টার সিটি জিতেছে গোলবন্যা বইয়ে। চ্যাম্পিয়ন্স লিগে জায়ান্টদের প্রদর্শনীর রাতে স্বস্তির জয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। লিভারপুলও তুলেছে দাপুটে জয়। পিএসজির মতো শুধু আটকে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে নতুন মৌসুমে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে নেমেছিল রিয়াল মাদ্রিদ। ১-০ গোলে জিতে ফিরেছে প্রতিপক্ষের মাঠ থেকে।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

ইন্টার মিলানের মাঠে প্রথমার্ধে গোলশূন্য কাটানোর পর দ্বিতীয়ার্ধেও জালের দেখা মিলছিল না। ‘ডি’ গ্রুপের ম্যাচটিতে কার্লো আনচেলত্তির শিষ্যরা জয় তোলে ৮৯ মিনিটের গোলে। রদ্রিগো জাল খুঁজে নেন এডুয়ার্ডো কামাভিঙ্গার বাড়ানো বলে।

সিরি আ’র আরেক দল এসি মিলাকে ঘরের মাঠে ডেকে ৩-২ ব্যবধানে হারিয়েছে লিভারপুল। অ্যানফিল্ডে গ্রুপ ‘বি’র ম্যাচে নয় মিনিটে শুরুর গোলটা ফিকায়ো টোমোরির, অতিথি খেলোয়াড় নিজেদের জালেই বল জড়িয়ে দেন।

ম্যাচের ১৪ মিনিটে মোহামেদ সালাহ পেনাল্টিতে ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া করেন। ৪২ মিনিটে আন্টে রেবিচ ও ৪৪ মিনিটে ব্রাহিম ডিয়াজ দুটি গোল দিলে ম্যাচ জমিয়ে তোলে মিলান।

বিরতির পর ম্যাচের ৪৯ মিনিটে ডিভোক ওরিগির বাড়ানো বলে সালাহর গোলে সমতা ফেরায় অলরেডরা। ৬৯ মিনিটে জর্ডান হেন্ডারসনের গোলে সেটি পূর্ণতা পায় লিভারপুলের জয়ে।

একই গ্রুপের আরেক ম্যাচে এফসি পোর্তোর বিপক্ষে ঘরের মাঠে গোলশূন্য ড্র করেছে ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ। গ্রুপ সি’র ম্যাচে সেখানে স্পোর্টিং সিপি’র মাঠ থেকে ৫-১ গোলের জয় তুলে ফিরেছে আয়াক্স।