ইউরোপের শীর্ষ তিন লিগের তিন জায়ান্ট ক্লাবের বিপক্ষে প্রাক-মৌসুম প্রস্তুতিতে লড়বে বার্সেলোনা। জুলাইয়ের সেই তিন প্রতিপক্ষ জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ। মার্কিন যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহের এই ফুটবলযজ্ঞের সূচিও চূড়ান্ত হয়েছে।
কাতালান ক্লাবটি ১৯ জুলাই মার্কিনমুলুকের উদ্দেশ্যে ন্যু-ক্যাম্প ছাড়বে। যুক্তরাষ্ট্রে মেসি-নেইমারদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ইটালিয়ান সিরি-আ চ্যাম্পিয়ন জুভেন্টাস, ম্যাচটি হবে ২২ জুলাই, নিউজার্সিতে।
পরে ২৬ জুলাই ওয়াশিংটনে ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে হোর্হে ভালভার্দের শিষ্যরা। আর ২৯ জুলাই মিয়ামিতে শেষ ম্যাচের প্রতিপক্ষ স্প্যানিশ লিগের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।
বার্সার খেলোয়াড়রা আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে ন্যু-ক্যাম্পের অনুশীলনে যোগ দেবে আগামী ১২ জুলাই। ১৪ জুলাই ফিটনেস টেস্টের মুখোমুখি হতে হবে সুয়ারেজ-ইনিয়েস্তাদের। তারপর ঘোষণা করা হবে যুক্তরাষ্ট্র সফরের চূড়ান্ত স্কোয়াড।








