চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

রিয়ালে নতুন রূপে ফিরলেন ক্যাসিয়াস

প্রিয় ক্লাবে ফিরবেন বলেই ফুটবলকে বিদায় জানিয়েছিলেন ইকার ক্যাসিয়াস। তার ইচ্ছা পূরণ করেছে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশনের সহকারী ডিরেক্টর করা হয়েছে স্প্যানিশদের সাবেক গোলরক্ষককে।

২০১৯ সালের ১ মার্চ অনুশীলনের সময় হৃদরোগে আক্রান্ত হওয়ার পর খুব একটা মাঠে দেখা যায়নি ২০১০ বিশ্বকাপজয়ী অধিনায়ককে। চলতি বছর তো বিদায়ই বলে দেন ফুটবলকে। তুলে রাখেন বুটজোড়া।

নিজেদের কিংবদন্তি গোলরক্ষককে নতুন দায়িত্বে দেখা যাবে বলে গত জুনে ঘোষণা দিয়েছিল রিয়াল। তার ফল এলো ডিসেম্বরে। নিজেদের একসময়ের সেরা গোলরক্ষককে ক্লাব ফাউন্ডেশনের সহকারী পরিচালকের পদে বসিয়ে কথা রেখেছে মাদ্রিদ রাজারা।

রিয়ালের হয়ে তিন চ্যাম্পিয়ন্স লিগসহ ১৯টি শিরোপা জিতেছেন ২০১০ বিশ্বকাপজয়ী গোলরক্ষক। পোর্তোর হয়ে জিতেছেন দুই লিগ, পর্তুগীজ লিগ কাপ ও পর্তুগীজ সুপার কাপ।