চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রিয়ালের চেয়ে আমরা ভালো খেলেছি: জাভি

আনচেলত্তি বলছেন উল্টোটা

স্প্যানিশ সুপার কাপের সেমিতে বার্সাকে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। হারা ম্যাচের বেশিরভাগ সময় রিয়ালের চেয়ে বার্সেলোনা ভালো খেলেছে বলে দাবি কোচ জাভি হার্নান্দেজের।

‘আগেই স্পষ্ট করে বলেছি, বলের লড়াইয়ে সবাইকে দায়িত্ব নিতে হবে। ম্যাচের অনেকটা সময় আমরা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছি। ওরা আমাদের ভুলের সুযোগ নিয়েছে। তবে অনেকটা সময় আমরা ওদের চেয়ে ভালো খেলেছি।’

বার্সা কোচের এমন মন্তব্যে ঘোর বিরোধিতা করেছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। তার মতে, দুই দলই সমশক্তির ছিল। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তবে বার্সা কোনোভাবেই তাদের চেয়ে বেশি ভালো খেলেনি।

‘এটি একটি সমশক্তির ম্যাচ ছিল। কেউই কারো চেয়ে পিছিয়ে ছিল না। প্রথমার্ধে আমরা দুর্ভাগ্যের কারণে গোল খেয়েছি। দ্বিতীয়ার্ধে আরও কঠিন লড়াই হয়েছে। তবে কেউ কারো থেকে এগিয়ে ছিল না।’

প্রতিপক্ষের উন্নতির কথাও অবশ্য বলতে ভোলেননি ইতালিয়ান কোচ। বার্সার এখনকার স্কোয়াড ভালো বলেই মত দিয়েছেন। কঠিন লড়াইয়ের জন্য শিষ্যরা প্রস্তুত ছিল বলেও জানিয়েছেন আনচেলত্তি।

‘বার্সার দলটি এখন বেশ ভালো। তারা দল সাজিয়ে ফেলেছে এবং এই দলটি ভবিষ্যতে আরও ভালো করবে। আমাদের দল আজকের এই লড়াইয়ের জন্য আগে থেকেই প্রস্তুত ছিল। ম্যাচের শুরু থেকেই আমরা ভালো খেলেছি এবং পাল্টা আক্রমণে অসাধারণ ছিলাম।’

বুধবার রাতে স্প্যানিশ সুপার কাপের সেমিতে বার্সেলোনার মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। সৌদি আরবে অনুষ্ঠিত ম্যাচে বার্সাকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।