চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

রিয়ালের গোল উৎসবে ঝাল মেটালেন রোনালদো-বেলরা

তিন ম্যাচ ধরে জয় নেই লা লিগায়। ফরোয়ার্ডদের পায়ে গোল নেই। তাই বলে তো আর রোনালদো-বেলরা গোল করতে ভুলে যাননি। তাদের ঝাল মেটানোর এক ম্যাচে দেপোর্তিভো লা করুনাকে সাত গোলের বন্যায় ভাসিয়েছে রিয়াল মাদ্রিদ।

রোববার ঘরের মাঠে দেপোর্তিভোর বিপক্ষে ৭-১ গোলে জিতেছে জিনেদিন জিদানের দল। ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, নাচো ফার্নান্দেজ জোড়া গোল করেছেন। অন্য গোলটি লুকা মডরিচের। দেপোর্তিভোর সান্ত্বনার গোলটি আদ্রিয়ান লোপেজের।

সান্তিয়াগো বার্নাব্যুতে গোলের খাতা খুলেছিল দেপোর্তিভোই। ম্যাচের ২৩ মিনিটে লুকাস পেরেজের বাড়ানো বলে লোপেজের গোলে স্বাগতিক দর্শকদের স্তম্ভিত করে দেয় অতিথিরা। সেটি শোধ দিতে ৩২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় রিয়ালকে। পরে প্রতিপক্ষের জালে ঝড় বইয়ে দিয়েই উৎসবে সমাপ্তি টানে লস ব্লাঙ্কোসরা।

মার্সেলোর ক্রসে ফার্নান্দেজের ওই গোলে সমতা ফেরানোর মধ্য দিয়ে শুরু। পরে ম্যাচের ৪২ মিনিটে রিয়ালকে এগিয়ে দেয়া গোলটি বেলের। বলের জোগানদাতা সেই মার্সেলো। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ নষ্টের পর এতে লিড নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা।

মধ্যবিরতির পর ফিরে রোনালদোর সুযোগ হারানোর মধ্য দিয়ে যাত্রা। ৫৮ মিনিটে তাতে প্রলেপ দেন বেল। টনি ক্রুসের কর্নারে মাথা ছুঁয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন ওয়েলস ফরোয়ার্ড। চলতি মৌসুমের লিগে তার ষষ্ঠ অবদান।

মাটিতে লুটিয়ে কাতরাচ্ছেন রোনালদো, ঝরছে রক্ত

পরে নিয়মিত বিরতিতে গোল এসেছে রিয়ালের। ৬৮ মিনিটে রোনালদোর বাড়ানো বলে বক্সের বাইরে থেকে জাল খুঁজে নেন মডরিচ। ৭৮ মিনিটে খাতা খোলেন রোনালদোই। বলের জোগানদাতা কাসেমিরো।

পর্তুগিজ তারকা ৮৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি তুলে নেন। ভাসকেজের ক্রসে হেডে গোল আদায় করেন বর্ষসেরা ফুটবলার। ফ্লাইং হেডের সময় প্রতিপক্ষ ডিফেন্ডারের বুটের আঘাতে কপালে রক্ত ঝরে রোনালদোর।

রক্ত ঝরছে, রোনালদো বেরিয়ে যাচ্ছেন

ম্যাচের ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের সপ্তম গোলটি করে ফার্নান্দেজ খেলার ইতিটানার পথ দেখান।

এই জয়ে ১৯ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এল রিয়াল। সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।