চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রিয়ালকে সেমির পথে রাখলেন রামোস

আগের রাতে বার্সেলোনা একাদশের সেরা খেলোয়াড়দের বসিয়ে রেখে সেভিয়ার মাঠে হেরে এসেছে। পরের রাতে ঘরের মাঠে শুরুতেই পিছিয়ে পড়ে ভয় জাগাল রিয়াল। শেষপর্যন্ত ঘুরে দাঁড়ানোর গল্প লিখে কোপা ডেল রের সেমিফাইনালের পথে পা বাড়িয়েই মাঠ ছেড়েছে রামোসের দল। যাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক রামোসই।

রামোসের জোড়া গোলের সঙ্গে ভাসকুয়েজ ও বেনজেমার গোলে জিরোনাকে ৪-২ ব্যবধানে হারিয়ে কোপার সেমির পথে এক পা দিয়ে রেখেছে রিয়াল মাদ্রিদ। আগামী বৃহস্পতিবার জিরোনার মাঠে ফিরতি পর্বের খেলা।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ আটের প্রথম লেগে সপ্তম মিনিটেই স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দেয় জিরোনা। রাউল গার্সিয়ার ক্রসে বল পেয়ে যখন জাল খুঁজে নেন অ্যান্থনে লোজানো।

অবশ্য ১৮ মিনিটেই সমতায় ফেরে রিয়াল। আলভারো অদ্রিওজোলার বাড়ানো বলে রিয়ালে স্বস্তি ফেরান লুকাস ভাসকুয়েজ। ৪২ মিনিটে স্পটকিকে সেটি দ্বিগুণ করেন রামোস।

মধ্যবিরিতির পর ফিরে পেনাল্টিতেই সমতা ফেরায় জিরোনা। ৬৬ মিনিটে অ্যালেক্স গ্র্যানেল অতিথিদের দ্বিতীয় গোলটি করেন। নিজ বক্সে রিয়ালের লরেন্তে হাতে বল লাগিয়েছিলেন।

এরপরই আবারও রামোস ম্যাজিক। ৭৭ মিনিটে হেডে নিজের দ্বিতীয় গোলটি করে স্বাগতিকদের লিড এনে দেন রামোস। আর ৮০ মিনিটে জাল খুঁজে পান করিম বেনজেমা। তাতেই বড় জয় নিশ্চিত।