চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রিপ্লাই পুরোপুরি বন্ধ করার অপশন আনছে টুইটার

টুইটার এমন এক নতুন ফিচার নিয়ে আসছে যার মাধ্যমে কারা পোস্টে রিপ্লাই দিতে পারবে ব্যবহারকারী তা নিয়ন্ত্রণ করতে পারবেন। এমনকি চাইলে রিপ্লাই দেয়ার পদ্ধতি পুরোপুরি বন্ধও করতে পারবেন ব্যবহারকারী।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, টুইটারে কথোপকথনের সময় মানুষ নিরাপদ বোধ করুক। সাইবার বুলিংয়ের ক্রমবর্ধমান চাপের মধ্যে এই ধরনের পদক্ষেপ নিলো প্রতিষ্ঠানটি।

এরই মধ্যে তারা একটি ফিচার সামনে নিয়ে এসেছে যার দ্বারা ব্যবহারকারী তার টুইটে কোনো ধরনের জবাব হাইড করতে পারবে।

লাস ভেগাসে বার্ষিক কনজ্যুমার ইলেক্ট্রনিক শো’তে এক উপস্থাপনায় এসব বিষয় জানায় টুইটার। এই বছরের শুরুতেই নতুন ফিচারটি পরীক্ষা করা হবে। সেখানে ব্যবহারকারী রিপ্লাইয়ের জন্য চারটি অপশন পাবেন। সেগুলো হলো: ১. গ্লোবাল- সবাই সেখানে রিপ্লাই দিতে পারবে ২. গ্রুপ- সেখানে ব্যবহারকারী যাদের ফলো করেন বা মেনশন করেন তারা রিপ্লাই করতে পারবে ৩. প্যানেল- শুধু মেনশন করা সদস্যবা রিপ্লাই করতে পারবেন ৪. স্টেটমেন্ট- সেখানে কোনো রিপ্লাই করা যাবে না।

হয়রানির ঘটনাগুলোতে কিভাবে পদক্ষেপ নিচ্ছে সে বিষয়ে বেশ বিবেচনার মধ্যে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো। এর ফলেই প্রতিষ্ঠান ও সরকার এই সমস্যা সমাধানে পদক্ষেপও নিচ্ছে।

গত বছরের ডিসেম্বরে ইউটিউব জানায়, তারা আর এমন কোনো ভিডিও ছড়াবে না যেটা কাউকে আঘাত করে। বিশেষ করে জাতি, লিঙ্গ অথবা যৌনতার বৈশিষ্ট সম্পন্ন ভিডিওগুলো বন্ধ করা হবে।

এপ্রিলে ব্রিটিশ সরকার একটি স্বতন্ত্র প্রহরার প্রস্তাবনা দেন যারা টেক প্রতিষ্ঠানগুলোর জন্য কোড অব প্র্যাকটিস তৈরি করবে।

২০১৮ সালে টুইটারের চিফ এক্সিকিউটিভ জ্যাক ডোরসি জনগণের কথাবার্তা আরও সুগঠিত করা হবে বলে কথা দেন। গত বছরই প্রতিষ্ঠানটি নতুন ফিচার নিয়ে আসে, যার দ্বারা টুইটে নির্দিষ্ট কিছু রিপ্লাই বন্ধ করার সুযোগ পান ব্যবহারকারীরা। আপত্তিজনক আচরণ নিয়ন্ত্রণের অংশ হিসেবেই এমনটা করা হয়।