চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রায় কার্যকর চায় গণজাগরণ মঞ্চ

শুধু বিচারিক রায় নয়, রাজাকার সৈয়দ হাসান আলীকে খুঁজে এনে রায় কার্যকর করার দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ।

মঙ্গলবার হাসান আলীর মামলার রায়ের দিন সকালে ফাঁসির দাবিতে শাহবাগে জড়ো হন গণজাগনরণ মঞ্চের নেতা কর্মীরা। ফাঁসির রায় ঘোষণার সঙ্গে সঙ্গে সন্তোষ প্রকাশ করলেও রায় বাস্তবায়নের দাবি তাদের।

তাদের অভিযোগ, যুদ্ধাপরাধীদের পরিবারগুলো দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তাদের পরিকল্পনা ভেস্তে দেবার জন্য সব যুদ্ধাপরাধীর সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকারের আওতায় আনার দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা.ইমরান এইচ সরকার বলেন, তারা সরকারের কাছে যুদ্ধাপরাধীদের বিচারের পাশাপাশি তাদের যতো সম্পদ আছে সেসব বায়েজাপ্ত করার দাবি জানাবেন। সেইসব সম্পদ তাদের পরিবারের সদস্যরা যেনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে।