চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

রায়হান হত্যা: রিমান্ডে থাকা এএসআই আশেক এলাহীকে হাসপাতালে ভর্তি

সিলেট মেট্রোপলিটন পুলিশের বন্দর বাজার ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশেক এলাহীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন, তার শারীরিক অবস্থা এখনও খারাপ।

সোমবার সকালে তথ্যটি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই সিলেটের পরিদর্শক মুহিদুল ইসলাম।

তিনি বলেন, রিমান্ডে থাকা আশেক এলাহিকে জিজ্ঞাসাবাদের সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। তখন তার বুকে ব্যথা শুরু হয়। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেসময় হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। একইসাথে তার উচ্চ রক্তচাপও ধরা পরে। বর্তমানে তিনি সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সিলেটের অতিরিক্ত চিফ মহানগর ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান পুলিশ ফাঁড়ির এএসআই আশেক এলাহির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাকে ২৮ অক্টোবর রাতে পুলিশ লাইনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার দেখায় পিবিআই।