চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাশিয়া বিশ্বকাপের ১০০ দিনের ক্ষণগণনা

রাশিয়া বিশ্বকাপ-২০১৮ শুরুর আর ঠিক ১০০ দিন বাকি। দুনিয়া কাঁপানো ফুটবল উৎসবের জমজমাট সব লড়াই দেখতে উদগ্রীব হয়ে আছে ফুটবল বিশ্ব। এরমধ্যেই রাজধানীতে শুরু হয়ে গেল বিশ্বকাপ ফুটবলের আগমনী বার্তা।

প্রতিবারের মতো এবারও বাংলাদেশে বিশ্বকাপ ফুটবলের খেলা সরাসরি দেখাবে বাংলাদেশ টেলিভিশন। এবার খেলা সম্প্রচার করবে মাছরাঙ্গা এবং নাগরিক টেলিভিশনও।

ঘটা করেই জানিয়ে দেয়া হল বাংলাদেশে এই বিশ্ব আসরের সম্প্রচার স্বত্ব কিনেছে চারটি কোম্পানি। জাদু মিডিয়া, কে-স্পোর্টস, জিরকন এবং মিডিয়াকম লিমিটেডের যৌথ কনসোর্টিয়ামে বিশ্বকাপ আসছে বাংলাদেশের দর্শকদের জন্য।

বাংলাদেশ থেকে বিশ্বকাপ ফুটবলের ব্রডকাস্টিং পার্টনার তিনটি টেলিভিশন চ্যানেল। এরমধ্যে সরকারিভাবে সব সময় খেলা দেখায় বিটিভি। এবার তার সঙ্গেই যুক্ত হচ্ছে মাছরাঙ্গা টেলিভিশন এবং নতুন আসা নাগরিক টেলিভিশন।

স্বাগতিক রাশিয়া আর সৌদি আরবের ম্যাচ দিয়ে ১৪ জুন শুরু হবে ৩২ দেশের বিশ্বযুদ্ধ।

ভিডিও রিপোর্ট-