চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাশিয়া পশ্চিমা বিশ্বের জন্য হুমকি নয়: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া পশ্চিমা বিশ্বের জন্য কোনো হুমকি নয়। ইতালির একটি সংবাদপত্রে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকারে তিনি রাশিয়া ও ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বড় কোনো সংঘর্ষের সম্ভাবনা নাকচ করে দেন।

পুতিন বলেন, দিন পাল্টে গেছে। আর তাই একমাত্র অসুস্থ বা ঘুমিয়ে থাকা কোনো ব্যক্তিই কেবল বড় সামরিক সংঘর্ষের কথা মাথায় আনবে।

ইউক্রেন প্রসঙ্গে পুতিন বলেন, নতুন করে সহিংসতা ঠেকাতেই তিনি গত ফেব্রুয়ারিতে মস্কে হওয়া শান্তিচুক্তিতে সমর্থন দেন।

তবে রুশ প্রেসিডেন্ট অভিযোগ করেন, কিয়েভ এই শান্তিচুক্তি কার্যকরে অনীহা দেখাচ্ছে যদিও রাশিয়া চায় তা বাস্তবায়িত হোক।