চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাশিয়া-ইউক্রেনে সাইবার হামলায় বাংলাদেশি ১৪০০ আইপি

রাশিয়া এবং ইউক্রেনের হ্যাকাররা একে অপরের উপর সাইবার হামলা চালাতে বাংলাদেশের প্রায় ১ হাজার চারশ’ আইপি এড্রেস ব্যবহার করা হয়েছে। রাশিয়ান সাইবার নিরাপত্তা সংস্থা এবিষয়ে বাংলাদেশের কাছে উদ্বেগ জানিয়েছে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের ই-গভর্নমেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সিআইআরটি বা বিডি সিআইআরটি) সাম্প্রতিক এক তদন্তের পরে বিষয়টি নিশ্চিত করেছে।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকেই বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, রাশিয়া এবং ইউক্রেনের হ্যাকাররা বটনেট এবং ম্যালওয়্যার ব্যবহার করে একে অপরের গুরুত্বপূর্ণ আইটি অবকাঠামোতে হ্যাক করার চেষ্টা চালিয়েছে বলে জানা যায়।

খুব সম্প্রতি সাইবার হামলার কিছু তথ্যের উপর ভিত্তি করে রাশিয়ান সাইবার নিরাপত্তা সংস্থা এ সম্পর্কে বিডি সিআইআরটি-এর কাছে উদ্বেগ প্রকাশ করেন। যা পরবর্তীতে এই তদন্ত শুরু করতে উৎসাহ যোগায়। তদন্তের পরে বিডি সিআইআরটি প্রায় ১হাজার চারশ’ টি আইপি এড্রেস শনাক্ত করতে সক্ষম হয়, যেগুলো এই দুই দেশে ভুল তথ্য ছড়ানো এবং ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অফ সার্ভিস (ডিডিওএস) হামলা চালানোর জন্য ব্যবহার করা হয়েছে।

এসব হামলার কারণে ঈদের ছুটির আগে বিডি সিআইআরটি সতর্কতা জারি করে। বিডি সিআইআরটি এর প্রজেক্ট ডিরেক্টর তারেক এম বরকতুল্লাহ স্বাক্ষরিত এই সতর্কতা বার্তায় বাংলাদেশী প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকতে এবং তাদের সিকিউরিটি কনফিগারেশন আপডেট করার জন্য অনুরোধ করা হয়।