চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাশিয়ার ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া!

রাশিয়ায় তৈরি করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি প্রয়োগের পর স্বেচ্ছাসেবীদের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।

হিন্দুস্থান টাইমসে এমন তথ্য জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী নিজেই।

বুধবার রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো বলেন, ৪০ হাজারের মধ্যে ৩০০ এর কিছু বেশি স্বেচ্ছাসেবীর শরীরে পরীক্ষামূলক ওই ভ্যাকসিন প্রয়োগ করা হয়। তাতে ২৪ ঘণ্টায় ১৪ শতাংশ এর মধ্যে দুর্বলতা, পেশির যন্ত্রণা এবং শরীরের তাপমাত্রা বৃদ্ধির মতো সমস্যা দেখা গেছে।

তবে এই সমস্ত উপসর্গের কথা ভ্যাকসিন প্রয়োগের নির্দেশের আগেই উল্লেখ করা ছিলো বলে জানিয়েছেন রুশ স্বাস্থ্যমন্ত্রী।

প্রথম ডোজ প্রয়োগের ২১ দিন পর স্বেচ্ছাসেবীদের শরীরে দ্বিতীয় ডোজ দেয়া হবে বলে জানান মন্ত্রী।

আগস্ট মাসের শুরুর দিকে রাশিয়া বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন অনুমোদন দেওয়ার সংবাদ প্রচার করে। তখনই বিশ্বের বিভিন্ন মহল থেকে অভিযোগ আসে যে, ক্লিনিক্যাল ট্রায়াল সম্পূর্ণ হওয়ার আগেই ভ্যাকসিন ছেড়েছে রাশিয়া। এই সময় বিজ্ঞানীরা এই ভ্যাকসিনের নিরাপত্তা, সুরক্ষা ও স্থায়ীত্ব নিয়ে সতর্কও করেন।