চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রামোসের বোধোদয়

পিএসজি জার্সিতে মৌসুমটা একেবারে যাচ্ছেতাই যাচ্ছে সার্জিও রামোসের। বুধবার রাতে সেটার প্রতিফলন দেখা গেল আরেকবার। লরেন্টের বিপক্ষে স্প্যানিশ তারকা দেখেছেন লাল কার্ড। পরে সেটি নিয়ে টুইটারে পোস্ট করেছেন, দিয়েছেন ঘুরে দাঁড়ানোর আশ্বাস।

লিগ ওয়ানে লরেন্টের বিপক্ষে মাঠে নেমেছিল পিএসজি। ১-১ গোলে ড্র করে হারিয়েছে পয়েন্ট। ম্যাচের শেষদিকে চার মিনিটের ব্যবধানে দুবার হলুদ কার্ডে লাল হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন রামোস।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

ম্যাচের কয়েকঘণ্টা পর টুইটারে নিজের একাউন্ট থেকে পোস্ট করেছেন রামোস। লিখেছেন, ভবিষ্যতে এ ধরনের ভুল শুধরে ঘুরে দাঁড়াবেন।

‘প্রতিদিনই নতুন করে শেখার অনেককিছু আছে। আজকের ভুল থেকে শিখে আগামীকাল উন্নতি করার চেষ্টা করবো এবং চেষ্টাটা সবসময়ই থাকবে।’

প্রথমার্ধেই গোল খেয়ে ১-০তে পিছিয়ে থাকা পিএসজি দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। গোল না পেয়ে মাথা গরম হয়ে যায় দলটির অনেক খেলোয়াড়ের! রামোসের লাল কার্ডে দো ১০ জনের দলে পরিণত হয় লা প্যারিসিয়ানরা।

ম্যাচের ৮২ এবং ৮৬ মিনিটে দুবার হলুদ কার্ডের জেরে লাল দেখে মাঠ ছাড়তে হয় রামোসকে। মাউরো ইকার্দির ৯১ মিনিটের গোলে সমতা ফিরিয়ে কোনোমতে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।