চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাবাদা, সামসির দাপটে সাউথ আফ্রিকার বড় জয়

কাগিসো রাবাদার পেস তোপের সঙ্গে চায়নাম্যান তাবরাইজ সামসির দারুণ বোলিং। দুজনে নিলেন চারটি করে উইকেট। তাতে শ্রীলঙ্কা গুটিয়ে গেল ১৯৩ রানে, ৩৪.৩ ওভারের মধ্যে। সাউথ আফ্রিকা সেটি পার করেছে ৫ উইকেটে, ১১৪ বল হাতে রেখে।

দারুণ এই জয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে গেল সাউথ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচ ১ আগস্ট।

শ্রীলঙ্কা এদিন টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথম ওভারে উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে তারা যাওয়া-আসার ভেতর থাকে। কুশল পেরেরা ৭২ বলে ৮১ রানের ইনিংস খেলে স্কোর বড় করার চেষ্টা করেন। কিন্তু সঙ্গী না পাওয়ায় তার সেই চেষ্টা বৃথা যায়। শেষ দিকে থিসারা পেরেরা ৩০ বলে ৪৯ রানের ছোট একটা ঝড় তুললেও স্কোর দুইশ পার হয়নি।

রাবাদা ৮ ওভার বল করে ৪১ রান দিয়ে ৪ উইকেট নেন। সামসি ৮.৩ ওভারে ৪ উইকেট নিতে ৩৩ রান দেন।

জবাব দিতে নেমে সাউথ আফ্রিকা পঞ্চম ওভারে আমলাকে হারালেও বিপাকে পড়েনি। ডি কক (৪৭), প্লেসিস (৪৭) এবং ডুমিনি (৫৩*) দলকে জয় এনে দেন। ম্যাচসেরা হয়েছেন তাবরাইজ সামসি।