চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রানা প্লাজা: হত্যা মামলায় শুরু হচ্ছে সাক্ষ্যগ্রহণ

উচ্চ আদালতের দেয়া স্থগিতাদেশের মেয়াদ শেষে রানা প্লাজা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আগামী মাসে। আসামিপক্ষ উচ্চ আদালতে যাওয়ার কারণে এতোদিন মামলার কার্যক্রম এগোতে পারেনি।

রাষ্ট্রপক্ষ বলছে, অভিযুক্তদের বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ আছে যা ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহায়তা করবে।

রানা প্লাজা ধসের পরদিন হত্যা ও ইমারত নির্মাণ আইনে দুটি মামলা হয় সাভার থানায়।

দুই বছর এক মাস পর ভবন মালিক সোহেল রানাসহ ৫৯ জনকে অভিযুক্ত করে আদালতে দুই মামলায় চার্জশিট দেয়া হয়।

২০১৬ সালের জুন ও জুলাইয়ে ঢাকার ম্যাজিস্ট্রেট কোর্ট এবং জেলা ও দায়রা জজ আদালতে চার্জ গঠন হলেও উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে আসেন ২১ জন অভিযুক্ত।

হত্যা মামলায় স্থগিতাদেশের মেয়াদ শেষ হচ্ছে ১২ই মে। এর চারদিন পর ১৬ই মে সাক্ষ্য গ্রহণের তারিখ আছে।

রানা প্লাজা ধসে প্রায়ে সাড়ে ১১শ মানুষ নিহত হন, আহত হন আড়াই হাজার। রাষ্ট্রপক্ষ জানিয়েছে, মামলায় সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড হতে পারে।

হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা কারাগারে আটক আছে। ১২ জন পলাতক ছাড়াও দুইজন মারা গেছে, আর ৪৪ জন উচ্চ আদালত থেকে জামিনে।

১৬ই মে হত্যা মামলার শুনানির আগে ইমারত নির্মাণ মামলায় রিভিউ শুনানি হবে ৭ই মে। মামলা দুটিতে সাক্ষী প্রায় ৭’শ জন।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: