চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাতে চ্যানেল আইয়ে হুমায়ূনের ‘আমরা তিনজন’

ঈদের তৃতীয় দিন রাত সোয়া ১১টায় চ্যানেল আইয়ে দেখানো হবে হুমায়ূন আহমেদের তুমুল জনপ্রিয় নাটক ‘আমরা তিনজন’

একটা সময় ঈদ মানেই ছিলো হুমায়ূন আহমেদের নাটক! তার নাটক ছাড়া যেন জমতো না সাত দিনব্যাপী ঈদের অনুষ্ঠানমালা। চ্যানেল আইয়ের দর্শকও প্রতি ঈদে হুমায়ূন আহমেদের নতুন নাটকের অপেক্ষা করতেন! হুমায়ূন আহমেদ না থাকলেও তাঁর পুরনো নাটক প্রদর্শনের উদ্যোগ নিয়েছে চ্যানেল আই।

নির্মাণের মহান কারিগর হুমায়ূন আহমেদকে স্মরণ করে ঈদুল আযহায় এই বিশেষ উদ্যোগে ঈদের নিয়মিত অনুষ্ঠানের পাশাপাশি সাত দিনব্যাপী চ্যানেল আইয়ের পর্দায় দেখানো হচ্ছে হুমায়ূন আহমেদের দর্শকপ্রিয় ৭টি নাটক!

হুমায়ূন আহমেদের নাটকগুলো প্রচার হচ্ছে ঈদের দিন থেকে। চলবে ঈদের সপ্তম দিন পর্যন্ত। প্রতিদিন রাত ১১টা ১৫ মিনিটে। ‘গ্রামীণফোন এক্সক্লুসিভ’ নামের এ আসরে। ঈদের দিন ও ঈদের দ্বিতীয় দিন দেখানো হয়েছে যথাক্রমে ‘বুয়া বিলাস’ ও ‘মহান চৈনিক চিকিৎসক ওয়াংপি’।

এরই ধারাবাহিকতায় ঈদের তৃতীয় দিন রাত ১১টা ১৫ মিনিটে দেখানো হবে তার নির্মিত তুমুল জনপ্রিয় নাটক ‘আমরা তিনজন’।

নাটকটিতে অভিনয় করেছেন এজাজুল ইসলাম, ফারুক আহমেদ, স্বাধীন খসরু, চ্যালেঞ্জার, চিত্রনায়ক রিয়াজ ও মেহের আফরোজ শাওন।