চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘রাজা’ নেই, ফাঁসছেন ‘সেনাপতি’ কোহলি

রাজ্য এখন টালমাটাল। ‘রাজা’ বিদায় নিয়েছেন ‘সেনাপতি’র কারণে। যাওয়ার আগে বিদায়ী চিঠিতে লিখে গেছেন ‘শেষ কথা’। তাতে ‘সেনাপতি’ বিরাট কোহলিকেই নিজের পদত্যাগের জন্য দায়ী করেছেন অনিল কুম্বলে। এই ঘটনার পর ভারতের সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ক্রীড়া সাংবাদিকরা ক্ষোভে ফুঁসছেন। কোহলিকে ধুয়ে দিচ্ছেন।

সুনীল গাভাস্কার বলছেন, ‘আপনি নরম মানুষ চান? যে বলবে ঠিক আছে, আজ তোমাদের ভালো লাগছে না অনুশীলন করো না। শপিংয়ে বেরিয়ে পড়ো। কুম্বলে এই ঘরনার মানুষ নয়। সেটা শেষ এক বছরে দেখা গেছে। ফলাফলেও তার ছাপ পড়েছে।’

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

গাভাস্কার আরও চড়াও হলেন তার পরের কথায়, ‘যদি কোনও খেলোয়াড়ের অভিযোগ থাকে, তাহলে আমি মনে করি তার দলেই থাকা উচিত নয়।’

কুম্বলের পক্ষে গাভাস্কার যেন একরোখা, ‘খেলোয়াড় এবং কোচ হিসেবে কুম্বলে যা অর্জন করেছে তা এক কথায় অবিশ্বাস্য। তার পদত্যাগ পরের কোচের কাছে ভুল বার্তা যাবে। নতুন কেউ আসলেও তাকে নত হয়ে থাকতে হবে।’

ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হেরে যায়। এরপর মঙ্গলবার কুম্বলে পদত্যাগ করেন। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘পেশাদারিত্ব, শৃঙ্খলা, দায়িত্ববোধ, সততা ও চিন্তাভাবনার ভিন্নতা— আমি দলে এসবই আনতে চেয়েছি। এসবের মূল্য দেওয়া উচিত ছিল। কোচের ভূমিকাটা আসলে একটা আয়নার মতো, যাতে খেলোয়াড়েরা নিজেদের দেখতে পায়। নিজেদের দেখে উন্নতি করতে পারে। কিন্তু দলের অধিনায়ক আমাকে না চাইলে সেখানে থাকা যায় না।’

কুম্বলের পদত্যাগের পর ভারতের জনপ্রিয় সাংবাদিক গৌতম ভট্টাচার্য ফেসবুকে লিখেছেন, ‘বিরাট কোহলি, আপনি আধুনিক যুগের একজন সেরা ব্যাটসম্যান। কিন্তু আপনি কি দেখতে পাচ্ছেন বোলারের হাত থেকে আরও একটি বল বেরিয়ে আসছে?’

ভারতীয় ক্রিকেট সংগঠকদের মধ্যে আলোচিত নাম রাজেন্দ্র মাল লোধা। তিনি বলেছেন, যারা ভারতীয় ক্রিকেট জানে, তারাই আজ শোকার্ত হবে। ভারতীয় ক্রিকেটে দুঃখের দিন। কুম্বলের চেয়ে ভালো কোচ আর হতে পারে না।’

ভারত যখন তোলপাড়, বিরাট কোহলি তখন নিশ্চুপ। ক্রিকেটীয় মেধায় যে কোহলিকে শচীনের সঙ্গে তুলনা করা হয় চারিত্রিক গুণাবলিতে সেই তিনি সম্পূর্ণ আলাদা। ওই আলাদা গুণের কারণেই তিনি আজ ‘খলনায়ক’। যে চরিত্রে শচীন কখনো অভিনয় করেননি!