চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাজস্ব আয়ে উদ্বেগ নাই অর্থমন্ত্রীর

বছর শেষে ভালো রাজস্ব আয় হবে বলে আশাবাদী অর্থমন্ত্রী। তরুণ করদাতাদের উৎসাহ, কর কর্মকর্তাদের আচরণে ইতিবাচক পরিবর্তন এবং ভ্যাট হারে পরিবর্তন তাকে আশাবাদী করে তুলেছে। তবে সংশোধিত লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে উদ্বেগে আছেন এনবিআর চেয়ারম্যান। গবেষণা সংস্থা সিপিডি বলেছে, আগামী অর্থ বছর শেষে রাজস্ব আয়ের লক্ষ্য আবারো সংশোধন করতে হবে। 

চলতি অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছিলো ২ লাখ ৮৭ হাজার ৯শ ৯১ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর এর আদায়ের লক্ষ্য দেয়া হয়েছিলো ২ লাখ ৪৮ হাজার ১শ’৯০ কোটি। বাকি আয় আসার কথা ছিলো এনবিআরবহির্ভূত কর রাজস্ব এবং করব্যতীত প্রাপ্তি থেকে। এনবিআর এ বিশাল আয়ের লক্ষ্য পূরণ করতে পারবে না, কাজেই লক্ষ্যমাত্রা সংশোধন করে তাদের ২ লাখ ২৫ হাজার কোটি টাকা আয় করতে বলা হয়েছে।

সংশোধিত লক্ষ্যমাত্রা ২ লাখ ২৫ হাজার কোটি টাকা আহরণও যে কষ্টসাধ্য হবে, মানছেন এনবিআর চেয়ারম্যানও।

২০১৮-১৯ অর্থবছরের বাজেটে মোট রাজস্ব আয় ধরা হচ্ছে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা। এর মধ্যে এনবিআরকে আয় করতে হবে ২ লাখ ৯৬ হাজার কোটি। এটি চলতি অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রা ২ লাখ ২৫ হাজার কোটি টাকার চেয়ে ৭১ হাজার কোটি টাকা বেশি, প্রায় ৩২ শতাংশ। ২০১৬১-৭ অর্থবছরের তুলনায় অর্থবছরের ১০ মাসে রাজস্ব আয়ে প্রবৃদ্ধি হয়েছে ১৬ শতাংশ। তারপরও উদ্বিগ্ন নন অর্থমন্ত্রী।

অতীতের মতো আগামী বাজেটেও সব চেয়ে বেশি প্রায় ১ লাখ ১০ হাজার কোটি টায় ধরা হয়েছে ভ্যাট থেকে, এর পরই আছে আয়কর, ১ লাখ ২শ’ কোটি এবং শুল্ক থেকে আয় হতে পারে সাড়ে ৮৫ হাজার কোটি টাকা।

বিস্তারিত দেখুন রিজভী নেওয়াজের রিপোর্টে