চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাজশাহীর সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

আবু সালে মো. ফাত্তাহ, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে গোদাগাড়ির ডিএমসি সীমান্তে এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গরু ব্যবসায়ীরা হলেন, সীমান্ত এলাকার ভুবনপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে মিঠু ও একই এলাকার জালাল উদ্দিনের ছেলে নাসরুল।

রোববার সকালে দুই গরু ব্যবসায়ী নিহতের কথা জানিয়েছেন রাজশাহী বিজিবি-১ এর অধিনায়ক লে. কর্নেল শামীম মাসুদ আল ইফতেখার।

স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাতে গরু ব্যবসায়ী মিঠু ও নাসরুল গরু আনার জন্য গোদাগাড়ির ডিএমসি সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তে প্রবেশ করে। সেখান থেকে গরু নিয়ে ফেরার পথে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময় ঘটনাস্থলেই মিঠু ও নাসরুল মারা যায়। নিহত গরু ব্যবসায়ী মিঠুর মরদেহ বিএসএফ সদস্যরা তার বাড়িতে ফেলে গেলেও, নাসরুলের মরদেহ তারা নিয়ে যায়।

নিহত অপর গরু ব্যবসায়ী নাসরুলের মরদেহ আনার জন্য বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের প্রক্রিয়া শুরু হয়েছে।

পতাকা বৈঠক শেষে নিহত নাসরুলের মরদেহ ফেরত পাওয়া যাবে বলে জানিয়েছেন রাজশাহী বিজিবি-১ এর অধিনায়ক লে. কর্নেল শামীম মাসুদ আল ইফতেখার।