চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

রাজন হত্যায় ১৩ জন অভিযুক্ত

শিশু রাজন হত্যা মামলার মূল আসামী কামরুলকে পলাতক দেখিয়ে তার ভাই মুহিত ও শামীম এবং চৌকিদার ময়নাসহ ১৩ জনের বিরুদ্ধে সিলেট আদালতে চার্জশিট দিয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার।

রাজন হত্যার এক মাস ৮ দিন পর এ অভিযোগপত্র প্রদান করা হলো। সিলেট মহানগর পুলিশের মুখপাত্র রহমতউল্লাহ অভিযোগপত্র প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেট মহানগর হাকিম ফারাহানা মোবিনের আদালতে অভিযোগপত্র প্রদান করা হয়েছে। অভিযোগপত্রে আসামী মুহিত আলম, ইসমাইল হোসেন আবলুস, আলী হায়দার, রুহুল আমিন, দুলাল আহমদ, নুর মিয়া, ময়না, আয়াজ আলী, বাদল, লিপি বেগম, ফিরোজ ও আছমত আলীকে গ্রেফতার দেখানো হয়েছে।

গত ৮ জুলাই চুরির অপবাদ দিয়ে ১৩ বছরের শিশু সামিউল আলম রাজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে কয়েক যুবক। নৃশংস এ হতাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার হয় পুরো দেশ। এরপর তৎপর হয় প্রশাসন।

বুধবার আইনমন্ত্রী এক অনুষ্ঠানে ঘোষণা করেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে এই ঘটনায় চার্জশিট দেওয়া হবে।

এরপর থেকেই চার্জশিটের অপেক্ষায় ছিলো রাজনের পরিবার। সৌদি আরবে আটক খুনি কামরুলকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন রাজনের বাবা আজিজুর রহমান।