চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

যে রাজনৈতিক সংস্কৃতিতে সাত খুন, তা এখনও চলমান

দেশের ইতিহাসে একটি আলোচিত ঘটনা নারায়ণগঞ্জের সাত খুন। মঙ্গলবার সেই হত্যা মামলার রায় ঘোষণা করেন সর্বোচ্চ আদালত। এই আলোচিত মামলা নিয়েই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অনলাইন এক্টিভিস্ট ও গণজাগরণ মঞ্চ কর্মী আকরামুল হক।

ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের করা জেল আপিল ও রাষ্ট্রপক্ষের করা ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদন) ওপর রায়ে হাইকোর্ট ১৫ জনের ফাঁসি, এছাড়া ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও ৯ জনের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছেন।

এরপরে আকরামুল হক লিখেছেন, রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ার দায় নিতে হলো র‍্যাব সদস্যদের। যে রাজনৈতিক সংস্কৃতির ফলে র‍্যাব সদস্যরা খুনোখুনিতে জড়িয়েছিলেন, সে রাজনীতি এখনও চলমান। এ রাজনৈতিক ধারা বহমান থাকলে আজ সাত খুনের বিচার করতে হয়েছে, ভবিষ্যতে সতের খুনের বিচার করতে হবে, এই যা।

সাত খুন