চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাজধানী থেকে ডাকাত দলের ৯ সদস্য গ্রেপ্তার

রাজধানীর তুরাগের দিয়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার রাতে ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেপ্তারে করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

এরা রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতি করে নিজ জেলায় আত্মগোপন করতো বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম।

দলনেতা ইব্রাহীম ছাড়াও গ্রেপ্তার অন্যরা হলো- আল আমিন, ছিদ্দিক, আলমগীর বকশ, রিয়াজ উদ্দিন, খিজির আহাম্মেদ, সহিদুল, আব্দুর রব ও আব্দুল হালিম।

গ্রেপ্তারের সময় ডাকাতদের কাছ থেকে সোয়া দুই ভরি সোনা, ছুরি, চাপাতি, দা ও রডের তোরাবাড়ী জব্দ করা হয়।

যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম জানান, এই চক্রটি রাজধানী ও আশপাশের এলাকায় ডাকাতি করার পর নিজ এলাকায় চলে যেতো। ডাকাতির কাজে তারা ব্যবহার করতো দেশীয় অস্ত্র।

ডাকাতির পর স্বর্ণালঙ্কার তুরাগ থানা এলাকার আব্দুর রব ও আব্দুল হালিম স্বর্ণকারের কাছে বিক্রি করতো তারা। ডাকাতদের দেয়া তথ্যের ভিত্তিতে এই দুইজনকেও গ্রেপ্তার করা হয়। সেসময় তদের কাছ থেকে অারো দুই ভরি সোনা উদ্ধার করা হয়।

দলনেতা ইব্রাহীম ঢাকা-নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় শতাধিক ডাকাতির কথা স্বীকার করেছে।