চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

রাজধানীর রামপুরায় ছয়তলা ভবনের ছাদে ফল-ফসলের মাঠ

ছাদেও বাণিজ্যিক কৃষির সম্ভাবনা

ছয় তলা ভবনের ছাদে ফল ফসলের সবুজ এক মাঠ গড়ে তুলেছেন রাজধানীর রামপুরার আলমগীর সিকদার। পারিবারিক চাহিদা পূরণ করে বিষমুক্ত ফল ফসল তিনি পৌঁছে দিচ্ছেন আত্মীয়-স্বজনের মাঝে। তিনি বলেন, ছাদে হতে পারে বাণিজ্যিক কৃষিও।

পুরোপুরি একটি ফসলি ক্ষেত। ছয়তলা ভবনের ছাদ হলেও এখানকার বৈচিত্র্য মাঠ ফসলের মতোই। নানা রকমের সবজি ফসলের সঙ্গে উৎপাদন হচ্ছে মৌসুমি ফল। শতভাগ বিষমুক্ত আর স্বাস্থ্যকর ফল ফসলের এই ক্ষেত্র গড়ে যথেষ্টই তৃপ্ত আলমগীর সিকদার।

আলমগীর সিকদার বলেন, তার এই ছাদকৃষির বয়স মাত্র তিন বছর হলেও প্রথম অনুপ্রেরণা পেয়েছেন বহু আগ থেকে।

আর বহুমুখী উপকারিতা বুঝে ছাদকৃষিতে এখন এগিয়ে আসছেন অনেকেই।

আলমগীর সিকদার বলেন, শুধু পারিবারিক পুষ্টি চাহিদাই নয় বাণিজ্যিক ভিত্তিতেও গড়ে উঠতে পারে ছাদকৃষি। আর এই উদ্যোগ নেয়ার এখনই সময়।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: