চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাজধানীর ভাষানটেকে ডোবা থেকে ২ জনের মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুরে ভাষানটেকের ডোবা থেকে ২ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের লাশ উদ্ধার করা হয়।

স্বজনদের দাবি, ইলিয়াস আলী মোল্লা বস্তিতে আগুনের ঘটনায় নিখোঁজ ছিলেন তারা।

তবে নিখোঁজ দু’জনের লাশ উদ্ধার করা গেলেও ১ জনের লাশ এখনো খুঁজে পাওয়া যায়নি। এক জনের সন্ধানে তল্লাশি করছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেছেন, যতক্ষণ প্রয়োজন হবে ততক্ষণই দুর্গতদের পাশে থাকবেন তারা। আগুনে বস্তির কয়েক হাজার ঘর পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

রোববার দিবাগত রাত ৩টার দিকে লাগা ওই আগুন প্রায় চার ঘণ্টার চেষ্টায় সোমবার সকাল ৭টার পর নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

শুরুতে ৮টি ইউনিট কাজ শুরু করলেও পরে সেখানে যোগ দেয় আরো ১৫টি ইউনিট। রাত ৩টার পর বস্তির একটি ঘর থেকে এই আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো বস্তিতে।

সরু গলি ও পানি স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে ও ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছতে বেশ বেগ পেতে হয়।

প্রায় ৭০ বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত ওই বস্তিতে টিন ও কাঠের তৈরি ৭ হাজার ঘর রয়েছে। যার বেশির ভাগই আগুনে পুড়ে গেছে।