চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাজধানীর বেশ কিছু সড়ক ভাষা সংগ্রামীদের নামে

ভাষা আন্দোলন স্মরণে জাতীয় ও স্থানীয় উদ্যোগ-২

রাজধানীর বেশ কয়েকটি সড়কের নামকরণ করা হয়েছে ভাষা সংগ্রামীদের নামে। তবে সড়কগুলোর দুই পাশে বাসা-বাড়ির নাম ও নম্বর ফলক কিংবা দোকানের সাইনবোর্ডে সেই নামকরণের ছোঁয়া নেই।

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি থেকে মিরপুর রোড ধরে এগিয়ে গেলে ধানমন্ডির ৭ নম্বর সড়কের মুখে সাদা মার্বেলের ফলক। লেখা ভাষা সৈনিক আবদুল মতিন সড়ক। পাশেই সংক্ষিপ্ত জীবনবৃত্তান্তসহ আবদুল মতিনের ম্যুরাল। এভাবে মহান ভাষা সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে রাজধানীর অনেক সড়কের মোড়ে শোভা পাচ্ছে কীর্তিমান ভাষা সংগ্রামীদের ছবি ও জীবনবৃত্তান্ত।

অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের উদ্যোগে ২০০৭ সালে ভাষাসংগ্রামীদের নামে এসব রাস্তার নামকরণ হয়। তবে দু’একটি ব্যতিক্রম ছাড়া এসব এলাকায় নতুন নামকরণের কোনো অস্তিত্ব নেই। অনেক জায়গায় ভেঙ্গেও গেছে নামফলক।

ফলকগুলোর লেখা ছোট হওয়ায় ধুলোবালি জমে অস্পষ্ট হয়ে যাচ্ছে। ফলে যে মহৎ উদ্দেশ্য নিয়ে ভাষা সংগ্রামীদের নামে সড়কের নাম তা অনেকটাই আবেদন তৈরি করতে পারছে না।

গবেষকদের মতে, শুধু নামকরণই যথেষ্ট নয়, ভাষা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে এর যথাযথ বাস্তবায়নও করতে হবে।

দেখুন নিচের ভিডিও রিপোর্টে: