চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

রাজধানীর পূর্বাঞ্চলে ঢুকে পড়েছে বন্যার পানি

রাজধানীর পূর্বাঞ্চলে বন্যার পানি ঢুকে পড়েছে। পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন নিম্নাঞ্চলের অনেক মানুষ। এলাকাগুলোতে বন্যার পানি বাড়তে থাকায় আতঙ্কে দিন গুনছেন তারা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫ নম্বর ওয়ার্ডের খিলগাঁওয়ের পথ ধরে পূর্ব দিকে যাওয়ার সময়ই চোখে পড়ে বন্যার পানি বাড়তে থাকার চিত্র।

ওই ওয়ার্ডের বাবুর জায়গা নামের অপেক্ষাকৃত নিচু এলাকাটির প্রায় সব বাড়িতেই বন্যার পানি। অনাহার-অর্ধাহারে দিন কাটাচ্ছেন পানিবন্দি মানুষ।

অনেকেই গবাদি পশুসহ আশ্রয় নিয়েছেন একটি ঘরে। নিরাপদ খাবার পানির তীব্র সঙ্কটে ভুগছেন তারা।

ঢাকা-নারায়ণগঞ্জের মধ্যবর্তী ডেমরাসহ রাজধানীর পূর্বাংশের নিম্নাঞ্চলের এলাকাগুলোতে বন্যা ঠেকানোর মতো বাঁধ না থাকায় পানি বেড়ে চলেছে।

পানি উন্নয়ন বোর্ড ও ঢাকা ওয়াসা পানি নিষ্কাশনের জন্য ৫টি স্থানে পাম্প বসালেও তা পূর্বাংশের নিম্নাঞ্চলকে বন্যামুক্ত করতে পারবে না, বলছেন সংশ্লিষ্টরা।