চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাজধানীর পশ্চিম রামপুরায় দুই প্রজন্মের ছাদ কৃষি

রাজধানীর পশ্চিম রামপুরায় রয়েছে ফলে ফসলে পূর্ণ দুই দশকের এক সফল ছাদ-কৃষি। সময়ের ব্যবধানে এক প্রজন্মের পর আরেক প্রজন্ম হাতে নিয়েছেন এই উদ্যোগ। সেখানে থেকেই মিটছে পারিবারিক পুষ্টি ও মানসিক চাহিদার অনেকটা।

পাঁচ কাঠা জায়গার ওপর দু’টি ভবন। একটি ত্রিশ বছরের অন্যটি বেশ পরের। এই দুই ছাদ মিলিয়ে এখন একটি কৃষিক্ষেত। এই ছাদ-কৃষি শুরু হয়েছিলো অবসরপ্রাপ্ত বিমান কর্মকর্তা মুক্তার আহমেদের হাত দিয়ে।

বাবার মাধ্যমেই কৃষি অনুরাগ। তারপর নিজেই ছাদ-কৃষি  উদ্যোগ নিয়েছেন মুক্তার আহমেদের মেয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা উম্মে আম্মারা সুইটি। এটিই তার কাছে সৃজনশীলতার এক ক্ষেত্র।

বাবার উদ্যোগ এগিয়ে নেয়া মেয়ে বলেন,‘ আমারও মনে হয় রক্তের ভেতরে আছে। আমার বাসায়ও দুই বারান্দা ভর্তি গাছ। ভেতর থেকে একটা তাগিদ অনুভব করি, ভালো লাগে।

এখন দুই স্তরে সবুজে ভরে থাকে ছাদে। সব মৌসুমেই ফুল, ফল আর সবজির সমাহার ঘটে এখানে।

পরের প্রজন্মও অনুপ্রাণিত হচ্ছেন এই ছাদ-কৃষি থেকে। বুঝতে পারছেন সুন্দর জীবনের জন্য এই সবুজের উপযোগিতা।

রিপোর্টটি দেখতে নিচে ক্লিক করুন: