চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে ‘ঝুঁকিপূর্ণ ভবন’ লেখার নির্দেশ

রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে বিশেষ রং দিয়ে চিহ্নিত করে তাতে ‘ঝুঁকিপূর্ণ ভবন’ লেখা সাইনবোর্ড টানাতে নির্দেশ দিয়েছে জাতীয় ভূমিকম্প প্রস্তুতি ও সচেতনতা কমিটি।

বৃহস্পতিবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কমিটির সভায় এ নির্দেশ দেওয়া হয়।

সভায় সাম্প্রতিক ভূমিকম্পে রাজধানীতে হেলেপড়া ৮টি ভবনের ক্ষয়ক্ষতি, দায়দায়িত্ব ও হেলেপড়ার কারণ উল্লেখ করে  আগামী ২০ মে’র মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে গণপূর্ত মন্ত্রণালয়কে অনুরোধ করেছে কমিটি।

এতে সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। স্থানীয় সরকার, গৃহায়ণ ও গণপূর্ত, রাজউক, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, আবহাওয়া অধিদপ্তর এবং সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন।

সভায় বিল্ডিংকোড আপডেট করে তা বাস্তবায়নে কঠোর অবস্থান নেয়ার জন্য রাজউক ও সিটি করপোরেশনকে অনুরোধ জানানো হয়। এছাড়াও উপকূলীয় এলাকায় যেসব লোকদের ঘূর্ণিঝড় বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে তাদেরকে ভূমিকম্প বিষয়েও প্রশিক্ষণ দেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করা হয়।