চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাম দলের ঢিলেঢালা হরতালে তীব্র যানজট

নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের অর্ধ দিবস হরতাল রাজধানীতে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে।

রাজধানীতে স্বাভাবিক দিনের মত যানবাহন চলাচল করছে। শাহবাগে সড়ক বন্ধ করে রেখেছে হরতালকারীরা। অন্যদিকে প্রায় সব রাস্তায় তীব্র যানজটে দুর্ভোগে পড়েছে নগরবাসী।

তবে শহরের অন্যান্য স্থানে হরতাল সমর্থকদের উপস্থিতি না দেখা গেলেও রাজধানীর শাহবাগে এবং পল্টন চত্ত্বরে হরতাল সমর্থকদের সরব উপস্থিতি ছিল। শাহবাগ মোড়ে কিছু সমর্থককে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করতে দেখা গেছে। এক পর্যায়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

টায়ার জ্বালিয়ে ও রাস্তার পাশের ব্যানার-পোস্টারে অগ্নিসংযোগ করে ব্যারিকেড তৈরি করে তারা।

শাহবাগ অবরোধ করে রেখেছে বাম গণতান্ত্রিক জোটের ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা। সকাল পৌনে সাতটার দিকে তারা এ এলাকার সব রাস্তা বন্ধ করে দেয়। ফলে দীর্ঘ যানবাহনে জট লেগে গেছে শহরের অন্যসব রাস্তায়।