চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাজধানীতে ককটেল-বিস্ফোরকসহ ৬ শিবির কর্মী আটক

রাজধানীর রামপুরা থেকে ৬টি ককটেল এবং বোমা তৈরির সারঞ্জামসহ শিবিরের ৬ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতার উদ্দেশ্য তারা এগুলো তৈরি করছিল বলে জানায় থানার পুলিশ।

পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১১টার দিকে রামপুরার পূর্ব উলনের ১৭৬ নম্বর বাসায় অভিযান চালায় তারা। মেস বাসাটির ভেতর থেকে জঙ্গি তৎপরতা চালানোর বিভিন্ন লিফলেটসহ বেশ কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়। শফিক, রনি, রুম্মানসহ আটক করা হয় ৬ জনকে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, টোটাল ঘর সার্চ করলে তাদের খাটের নিচে এবং ওয়ার্ড্রবের ভিতরে আমরা ছয়টা তাজা ককটেল পাই। আর বোমা বানানোর বিভিন্ন সরঞ্জাম যেমন আনুমানিক এক-দেড় কেজি গানপাউডার পাই।

মূল আসামি শফিক এর আগে বোমা হামলার একটি মামলায় পল্টন থানায় আটক ছিলো বলে জানায় পুলিশ।

রফিকুল ইসলাম বলেন, বোমা নিয়ে বিভিন্ন নাশকতা মূলক কর্মকান্ড চালায়। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপর হামলার যে পরিকল্পনা ছিলো আমি মনে করি এটা তারই একটা অংশ।

আটককৃতদের নামে বিশৃঙ্খলা সৃষ্টি এবং বিস্ফোরণ আইনে দুটি মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।