চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাজকন্যার নাম ডায়ানা

জন্মের দু’দিন পর বৃটিশ রাজকন্যার নাম নিয়ে জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। কেনসিংটন প্রাসাদ জানিয়েছে, রাজকন্যার নাম রাখা হয়েছে শারলট এলিজাবেথ ডায়ানা।

রাজকন্যার বাবা প্রিন্স উইলিয়ামের মা প্রিন্সেস ডায়ানার সম্মানে রাজদম্পতি তাদের কন্যার নাম রাখলেন ডায়ানা।

বৃটিশ রাজ সিংহাসনের চতুর্থ এই উত্তরাধিকারি এখন থেকে শারলট অব কেম্ব্রিজ নামে পরিচিতি পাবেন।

শনিবার লন্ডন সময় সকাল ৮টা ৩৪ মিনিটেপশ্চিম লন্ডনের সেইন্ট মেরি হাসপাতালে বৃটিশ রাজসিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী দ্য ডিউক প্রিন্স উইলিয়াম ও ডাচেস অব ক্যামব্রিজ কেড মিডলটনের কোল আলো করে আসেন রাজকন্যা।

২০১৩ সালে একই হাসপাতালে ভূমিষ্ট হয়েছিল কেট-উইলিয়াম দম্পতির প্রথম সন্তান প্রিন্স জর্জ। আর তারও আগে ১৯৮২ সালে এখানেই প্রিন্সেস ডায়ানার কোলজুড়ে এসেছিলেন স্বয়ং প্রিন্স উইলিয়াম।

ফুটফটে রাজকন্যার আগমনে আনন্দে মোতায়ারা হয়েছে রাজপরিবার ও গোটা বৃটেন । নতুন রাজকন্যার জন্মে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ।