চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাঙ্গামাটিতে বিআরডিবি পরিদর্শকের বিরুদ্ধে দুদকের মামলা

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পরিদর্শক আশীষ কুমারের বিরুদ্ধে ঋণ বিতরণে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক।

বুধবার দুদকের পক্ষ থেকে এ মামলা দায়ের করা হয় বলে জানা গেছে। রাঙ্গামাটি জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আহসানুল কবীর বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত আশীষ দে তার আওতাধীন বিভিন্ন সমিতির ভুয়া নাম ব্যবহার করে ঋণ বিতরণ করে এবং সদস্যদের টাকা কিস্তি আদায় করে সে অর্থ ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করে। যার পরিমাণ প্রায় ২০ লক্ষ ৪১ হাজার ১৮৬ টাকা।

তদন্তে দেখা যায়, আশীষ কুমার দে ব্যঙছড়ি পাড়া কৃষক সমিতি, আজাছড়া কৃষক সমবায় সমিতি, বড়ইছড়ি বাজার বিত্তহীন সমবায় সমিতিসহ প্রায় ১৭টি সমিতির অর্থ আত্মসাৎ করে।

এ বিষয়ে মামলার বাদী দুদকের সহকারী পরিচালক আহসানুল কবীর জানান, উল্লেখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে কাপ্তাই উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড পরিদর্শক আশীষ কুমারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হলে তিনি ২০১৭ সাল থেকে পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।