চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রমজান মাসের জন্য অফিসের সময়সূচি ঘোষিত

প্রতি বছরের ন্যায় এবছরও পবিত্র রমজান মাসের জন্য অফিসের সময়সূচি ঘোষণা করেছে সরকার। সকল সরকারি আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও আধা-স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় পরিবর্তন করে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত করা হয়েছে।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সময়সূচির অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

যোহরের নামাজ আদায়ের জন্য দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে বলেও জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভায় রেলওয়ের সম্পত্তি অবৈধ দখল ও উদ্ধার আইন ২০১৬ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। মন্ত্রিসভায় সার্ক ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট ফর এনার্জি কো-অপারেশন অনুসমর্থনের প্রস্তাবও অনুমোদন পেয়েছে।

এছাড়াও কুয়েত ও বাংলাদেশের মধ্যে বিনিয়োগ সুরক্ষা চুক্তির খসড়া এবং ডিপ্লোমেটিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের ভিসামুক্তি সংক্রান্ত চুক্তির খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। কোম্পানী আইন ১৯৯৪ এর তফসিল-২ এ কর বহির্ভূত রাজস্ব ফি বর্ধিতকরণ প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে সব ধরণের ফি প্রায় দ্বিগুণ করা হয়।