চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

রমজানে ২ লাখ মেট্রিক টন পেঁয়াজ আমদানি: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন: আসন্ন রমজান উপলক্ষে দুই লাখ মেট্রিক টন পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশে তেল, ছোলা, চিনিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের কোনো ঘাটতি নেই।

তাই দাম বাড়িয়ে রাতারাতি বড় লোক না হতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী।

সেসময় ব্যবসায়ী নেতারা বলেন: পেঁয়াজ ছাড়া তেল, ছোলা, চিনি, ডালসহ নিত্য প্রয়োজনীয় কোনো পণ্যের ঘাটতি নেই। আসন্ন রমজানে ৫ লাখ মেট্রিক টন পেঁয়াজের চাহিদা থাকায় সংকট মোকাবেলায় দুই লাখ মেট্রিক টন পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে ওই বৈঠকে।

বাণিজ্যমন্ত্রী বলেন: রোজা এলেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম হু হু করে বেড়ে যায়। বাজার যাতে স্থিতিশীল থাকে আগেভাগেই ব্যবস্থা নিতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান তিনি।

বাজার নিয়ন্ত্রণে ধরপাকড় করে আতংক সৃষ্টি না করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ীরা।