চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

রবীন্দ্র গবেষক নাছিমউদ্দিন মালিথার মৃত্যু

রবীন্দ্র গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর নাছিমউদ্দিন মালিথা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৭ টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়। করোনা পরবর্তী নানান জটিলতায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।  মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর।

নাছিমউদ্দিন মালিথা সিরাজগঞ্জ শাহজাদপুরের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক ও লেখক।  তার লেখা বিভিন্ন বইয়ের মধ্যে রবীন্দ্রলোক, বাংলা সাহিত্যের ইতিহাস পাঠের ভূমিকা, সাহিত্য ও সাহিত্যিক, আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে, বুকের ভেতর পোষাপাখি এবং বাংলা বানান ও টুকিটাকি উল্লেখযোগ্য।

তার ছেলে সাংবাদিক চকোর মালিথা জানিয়েছেন, শনিবার বাদ মাগরিব শাহজাদপুর সরকারি কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

গত সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন নাছিমউদ্দিন মালিথা।