চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রপ্তা‌নিকারকদের জন্য নীতি সহায়তার সময়সীমা বাড়ল আরও ৩ মাস

করোনায় অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের দেয়া নীতি সহায়তার সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত বাড়া‌নো হ‌য়ে‌ছে।

রোববার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এর আ‌গে চল‌তি বছ‌রের ৩১ মার্চ পর্যন্ত রপ্তা‌নিকারক‌দের নীতি সহায়তা দেয়ার নির্দেশ দেয়া হয়েছিল। ত‌বে বিশ্ব প্র‌তি‌যোগীতায় রপ্তা‌নি বা‌ণিজ্যের সক্ষমতা বাড়া‌তে তিন মাস সময় বা‌ড়া‌নো হ‌য়ে‌ছে। নীতি সহায়তার অংশ হিসেবে রপ্তানি মূল্য প্রত্যাবাসন সময় ২১০ দিন পর্যন্ত রাখা হয়েছে।

এছাড়া প্রযোজ্য সুদ হারে ব্যাক টু ব্যাক ঋণপত্রের সময়সীমা অতিরিক্ত ১৮০ দিন বাড়া‌নোর সুযোগ থাকছে। রপ্তা‌নি উন্নয়ন তহবিল (ইডিএফ) এর ঋণের অতিরিক্ত সময় ৯০ দিনের পরিবর্তে ১৮০ দিন পর্যন্ত বাড়ানো যাবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, সাপ্লায়ার্স বা বায়ার্স ক্রেডিটের আওতায় স্থাপিত ব্যাক টু ব্যাক ঋণপত্রের দায় পরিশোধের নিমিত্তে ইডিএফ থেকে ১৮০ দিন সময়ের জন্য অর্থায়ন সুবিধা গ্রহণ করা যাবে।