চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রদ্রিগেজের হাঁড়ির খবর ফাঁস

রিয়াল মাদ্রিদ থেকে এ মৌসুমেই বায়ার্ন মিউনিখে পাড়ি জমিয়েছেন জেমস রদ্রিগেজ। কিন্তু দলবদলটা ধারে হয়েছিল বলে তার অর্থকড়ি নিয়ে তখন কোনও আলোচনাই হয়নি। কলম্বিয়ান তারকা যে বায়ার্নের সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড় হয়ে গেছেন সেটাই ফাঁস করে দিয়ে জার্মান একটি পত্রিকা।

জার্মান দৈনিক ডার স্পিগেল ফাঁস করা এক প্রতিবেদনে জানিয়েছে, ধারের সময়ে প্রতিবছর ৬ দশমিক ৫ মিলিয়ন ইউরো করে পাবেন রদ্রিগেজ। ট্যাক্স বাদে দুই বছরে কলম্বিয়ানের আয় হবে ১৩ মিলিয়ন ইউরো।

ডার স্পিগেল জানিয়েছে, রদ্রিগেজের মাসিক বেতন ৫ লাখ ৪১ হাজার ৬৭০ ইউরো। যা তাকে বায়ার্নের সর্বোচ্চ বেতনধারী খেলোয়াড়ে পরিণত করেছে।

এই হিসেবের বাইরে বাড়তি অর্থ পাবেন রদ্রিগেজ। মৌসুমে যদি ১২ গোল বা তার বেশি করতে পারেন তাহলে বাড়তি ২ লাখ ৫০ হাজার ইউরো পাবেন। সেই সঙ্গে ২০ বা তার বেশি অ্যাসিস্ট করতে পারেন তাহলে আরও ২ লাখ ৫০ হাজার ইউরো যোগ হবে।

ধারের নির্ধারিত সময় শেষে জেমসকে যদি পাকাপাকিভাবে সই করাতে চায় বায়ার্ন, তাহলে রিয়ালকে দিতে হবে ৪২ মিলিয়ন ইউরো। সেই সঙ্গে কলম্বিয়ান তারকার এজেন্টকেও দিতে হবে বাড়তি ২ মিলিয়ন ইউরো।