চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রংপুর মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. পাঠান মারা গেছেন

বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও রংপুর মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. আ ন ম ফজলুল হক পাঠান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

১৯৫৬ সালের ১১ মার্চ ময়মনসিংহে জন্ম ডা. আ ন ম ফজলুল হক পাঠানের। ময়মনসিংহসহ কর্মক্ষেত্রে ডা. পাঠান নামেই পরিচিত ছিলেন তিনি।

পেশাগত জীবনে ডা. ফজলুল হক পাঠান রংপুর মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল, ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল ও আইসিইউ ইনচার্জসহ বিভিন্ন দায়িত্ব পালন করে অবসর জীবন যাপন করছিলেন।

সাংগঠনিক জীবনে তিনি বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন। স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সহ নানা রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন ডা. পাঠান।