চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

যে কারণে শাহবাগে চলন্ত বাসে হঠাৎ আগুন

রাজধানীর শাহবাগে ওভারব্রীজের নীচে মোহাম্মদপুর থেকে খিলগাঁওগামী মিডওয়ে পরিবহনের একটি চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে। বুধবার ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান চ্যানেল আই অনলাইনকে বলেন: যান্ত্রিক ত্রুটিজনিত কারণে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিক পর্যায়ে ধারণা করা হচ্ছে বাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

তিনি বলেন: অগ্নিকাণ্ডের ঘটনায় দশ মিনিটের মতো কাটাবন টু শাহবাগ রোডে যান চলাচল বন্ধ থাকলেও এখন তা স্বাভাবিক রয়েছে।

এর আগে গত ১৩ ডিসেম্বর  রাজধানীর মগবাজার ফ্লাইওভারের উপরে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাসটি ওয়ারলেস গেট এলাকায় ফ্লাইওভারের ঢাল দিয়ে নামছিলো। হঠাৎ যান্ত্রিক ত্রুটিতে বাসটিতে আগুন ধরে যায়। ওই ঘটনায়ও হতাহতের কোন ঘটনা ঘটেনি।