চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

যেসব সিনেমার জন্য কালজয়ী চ্যাপলিন

একটি শব্দও উচ্চারণ না করে দর্শককে হাসানোর এবং কাঁদানোর ক্ষমতা ছিল চার্লি চ্যাপলিনের। যিনি একাধারে অভিনেতা, চিত্রনাট্যকার, সম্পাদক, নির্মাতা ও প্রযোজক। সিনেমা শিল্পের প্রধান পুরুষ বলা হয় তাকে। কৌতুককে অস্ত্র করে তিনি স্পর্শ করে গেছেন মানুষের সবচেয়ে আলোকিত স্থান থেকে সবচেয়ে অন্ধকার স্থানে।

কালজয়ী মহান এই শিল্পীর ১৩২ তম জন্মদিন শুক্রবার (১৬ এপ্রিল)। বিশেষ এই দিনে দেখে নিতে পারেন চ্যাপলিন অভিনীত, পরিচালিত পৃথিবীর ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু চলচ্চিত্র:

দ্য গ্রেট ডিক্টেটর:

মডার্ন টাইমস:

সিটি লাইটস:

দ্য সার্কাস:

দ্য কিড:

দ্য গোল্ড রাশ:

লাইমলাইট: