চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

যেভাবে প্রেসিডেন্ট প্রার্থী হলেন হিলারি-ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মূল লড়াইয়ের আগেই প্রার্থীদের দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। প্রেসিডেন্ট ওবামার কাছে মনোনয়ন দৌড়ে হেরে যাওয়ার ৮ বছর পর ডেমোক্র্যাট হিলারি ক্লিনটন প্রার্থিতা পেলেন। আর ডোনাল্ড ট্রাম্প হাজারো আলোচনা-সমালোচনা পেরিয়ে রিপাবলিকান মনোনয়ন নিশ্চিত করেছেন।

বিশ্বের সব চেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট পদের মনোনয়ন পাওয়াও এক মহারণ। ২০০৮ সালেই মনোনয়ন প্রত্যাশী ছিলেন ডেমোক্র্যাট হিলারি রডহ্যাম ক্লিন্টন। তবে মার্কিন প্রেসিডেন্ট পদে প্রথম নারী প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত করতে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ৮ বছর।

ডেমোক্র্যাট শিবির থেকে হিলারির টিকিট পাওয়া যে খুব কঠিন হবে না তা অনেকটাই বোঝা গিয়েছিলো এবারের প্রার্থী হতে ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এর অনাগ্রহে।

তবে বার্নি স্যান্ডার্সের অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বিতায় কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েন সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। জুলাইয়ে ডেমোক্র্যাটিক পার্টির কনভেনশনে হিলারি, স্যান্ডার্সকে ৩শ’৩০-২শ’২১ ডেলিগেট ভোটে হারান।

বেফাঁস কথা বলে শুরু থেকেই সমালোচনার ঝড় তোলেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। দলের ১৭ প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সবার পিছে থাকা ট্রাম্প নানা বিতর্কের জন্ম দিলেও ২৬ মে, প্রয়োজনীয় ১ হাজার ৭শ’ ২৫ ডেলিগেট এর সমর্থন অর্জন করেন।

রিপাবলিকান কনভেনশনে চূড়ান্ত মনোনয়ন নিয়ে ধনকুবের ট্রাম্প হলেন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট পদের প্রার্থী।