চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

যুব বিশ্বকাপের ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে ভারত

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে টস হেরে ব্যাটিং করছে ভারত। টস জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হেটমায়ার।

ভারতের সামনে চতুর্থবারের মতো যুব বিশ্বকাপের শিরোপা জয়ের হাতছানি। আর প্রথমবারের মতো এই ট্রফির জয়ের স্বাদ পেতে উম্মুখ ক্যারিবিয়রা।

ব্যাট করতে নেমে শুরুতেই বেকায়দায় পড়ে ভারত। স্কোর বোর্ডে মাত্র ২৭ রান তুলতেই তারা হারিয়ে ফেলে প্রথমসারির তিন ব্যাটসম্যানকে। দলীয় ৩ রানে প্রথম, ৯ রানের দ্বিতীয় উইকেট হারানোর পর ২৭ তৃতীয় উইকেট হারায় ভারত।

পতন অব্যাহত রেখে ৪১ রানে সাজঘরে ফেরেন মিডল অর্ডার ব্যাটসম্যান ওয়াশিংটন সুন্দর। আর দলীয় ৫০ রানের পঞ্চম উইকেট হিসেবে আউট হন আরমান জাফর। দলীয় ৮৭ রানের ষষ্ঠ উইকেট হিসেবে শিকার হন মহিপাল লমরর। কিছুটা থিতু হওয়ার চেষ্টা করেও ১১৬ রানের মাথায় আউট হন মায়ান্ক দাগার।

ভারতীয়দের তিনটি উইকেট তুলে নিয়েছেন ক্যারিবীয় পেসার আলজারি জোসেফ। একটি করে উইকেট নিয়েছেন রায়ান জন, হোল্ডার ও সারমার স্পিংগার।

প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। আর ফাইনালে উঠার পথে দ্বিতীয় সেমিতে ভারত হারায় শ্রীলঙ্কাকে।