চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

যুদ্ধ বিরতি প্রত্যাখান হাউদি বিদ্রোহীদের

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের পাঁচ দিনের মানবিক যুদ্ধবিরতি প্রত্যাখান করে লড়াই চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে হাউদি বিদ্রোহীরা।

টুইটার বার্তায় হাউদি বিদ্রোহীদের নেতা মালেক আল-হাউদি জানিয়েছেন, যুদ্ধবিরতি কেবল আইএস এবং আল কায়েদাকেই সহায়তা করবে।

ইয়েমেনের স্থানীয় সময় রোববার দিনগত রাত থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। ওদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের ঘোষিত যুদ্ধবিরতির কয়েক ঘন্টা আগে ইয়েমেনের সবচে বড় বিমান ঘাঁটি, আল-আনাদ দখলে নেওয়ার জন্য বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন জোটের বাহিনী – ‘সাউদার্ন রেজিস্ট্যান্সের’ মধ্যে তুমুল লড়াই চলছে।

গত সপ্তাহে বন্দর নগর এডেনের অনেক অংশ হাউদিদের হাত থেকে পুনরুদ্ধার করে সাউদার্ন রেজিস্ট্যান্স।