চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

যুদ্ধাপরাধী ২০০ পাকিস্তানী সেনাসদস্যের তালিকা প্রকাশ

১৯৭১ সালে সংঘটিত মুক্তিযুদ্ধে হানাদার নরপশু পাকিস্তানী যুদ্ধাপরাধী সেনা কর্মকর্তাদের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন। আজ মঙ্গলবার এই তালিকা প্রকাশ করা হয়। 

এরআগে ঘোষিত ১৯৫ জন সেনা অপরাধীদের তালিকা সংগ্রহ ও তৈরি করতে গিয়ে পাকিস্তান বিমান বাহিনী ও নৌ-বাহিনীর আরও ৫ জন কর্মকর্তার সন্ধান পান তারা। যারা কিনা যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত।

সবমিলিয়ে মোট পাকিস্তানী সেনা যুদ্ধাপরাধীর সংখ্যা ২০০ জন। তাদের মধ্যে গণহত্যা ও যুদ্ধাপরাধের ঘটনাগুলির নীল নকশা প্রনয়ন ও পরিকল্পনা বাস্তবায়নে নেতৃত্ব দানের অভিযোগে অভিযুক্ত ৬৮ জন। জেনেভা কনভেনশনসহ আন্তর্জাতিক সকল যুদ্ধনীতি লঙ্ঘন করে সরাসরি গণহত্যা, ধর্ষণ, লুন্ঠন ও অগ্নিসংযোগে অংশ নেয় ১১৮ জন। ব্যাপক গণহত্যায় অংশ নেয় ১৪ জন। এই ১৪ জনের মাঝে পাকিস্থান নৌ-বাহিনীর ৩ জন এবং বিমান বাহিনীর ৩ জন। 

সর্বমোট ২০০ জন যুদ্ধাপরাধী সেনা কর্মকর্তার নাম পদবী ও ব্যক্তিগত পরিচিতি নম্বরসহ তালিকাটি প্রকাশ করা হয়।