চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি

মুজাহিদের ফাঁসির রায় বহাল থাকায় গণজাগরণ মঞ্চের পক্ষে সন্তোষ প্রকাশ করে মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকার বলেছে, এই রাজাকারদের খুব দ্রুত দমন করতে হবে। সব যুদ্ধাপরাধীর সম্পদ বাজেয়াপ্ত করার দাবিও জানান তিনি।

তিনি বলেন, যুদ্ধাপরাধীরা মুক্তিযুদ্ধের সময় জনগণের সম্পদ লুট করেছিলো। জঙ্গি অর্থায়নে পরেও এরা ফুলেফেঁপে উঠেছে। এরা এখন ওই সম্পদ নিজেদের জীবন রক্ষা আর জনগণের বিরুদ্ধে ব্যবহারের ষড়যন্ত্র করছে। সরকার এবং গোয়েন্দা সংস্থাগুলোকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

সরকারের কাছে রাজাকারদের সম্পদ বায়জাপ্ত করার দাবি জানিয়ে ইমরান এইচ সরকার বলেন, সরকারের প্রতি আমাদের দাবি অবিলম্বে জামায়াতি ইসলামের রাজনীতি নিষিদ্ধ করুন। যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষকতায় পরিচালিত সব আর্থিক ও সামাজিক প্রতিষ্ঠানগুলো বন্ধ করে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিন।

ফাঁসির রায় বাস্তবায়নে যেনো কোনো কালক্ষেপণ না হয় সে দাবি জানিয়ে তিনি বলেন,এর মধ্যেই যুদ্ধাপরাধীরা দেশে বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, নাশকতামূলক কর্মকাণ্ড পরিকল্পনা করে যাচ্ছে।

মুজাহিদের রায় ঘোষণাকে কেন্দ্র করে গতকাল বিকেল থেকেই শাহবাগে অবস্থান নেয় গণজাগরণ মঞ্চ।